প্ৰথম খবর

সিপিআই(এম)-র আরও এক পোড়া বাড়ি দেখেলেন মানিক সরকার !

By Master

January 09, 2020

“এটাই তারা করতে পারে। ধ্বংস ছাড়া বিজেপি, আরএসএস’র   ভালো কিছু করার ক্ষমতা নেই। ”

পুড়িয়ে দেয়া এক সিপিআই(এম) অফিসের সামনে দাঁড়িয়ে , ত্রিপুরার  বিরোধী দলনেতা মানিক সরকার, প্রতিক্রিয়া দিচ্ছিলেন পর পর  পুড়তে থাকা তাদের পার্টি  অফিস নিয়ে।  আজ সকালে।

দু’দিন আগে  পুড়িয়ে দেয়া হয়েছিল সিপি(আই) এম’র পূর্ব  আগরতলা অঞ্চল অফিস। আর বুধবার রাতে পোড়ানো হয়েছে বাধারঘাট অফিস। বৃহস্পতিবার  সকালে  খবর পেয়ে বাধারঘাট যান মানিক সরকার। অন্যনেতাদের সঙ্গে ঘুরে দেখেন পোড়া অফিস বাড়ি। অফিস বাড়িটির ভেতরে সমস্ত আসবাব পুড়ে কয়লা হয়েগেছে। দেয়ালে টাঙানো মার্ক্স-লেনিনের মুখ ঢেকেছে কালিতে। ছাই  বুক-শেল্ফের কয়েক’শো বামপন্থী রাজনীতি এবং সাহিত্য-সংস্কৃতির বই।

সিপিআই(এম)’র ত্রিপুরা রাজ্য কমিটির  সুব্রত চক্রবর্তীর বক্তব্য, এটা শাসক বিজেপি’র  গুন্ডাদের কাজ। তারাই বাইরে থেকে পেট্রোল ঢেলে গতকাল রাতে আগুন দিয়েছে  বাধারঘাট পার্টি অফিসে।

সিপিআই(এম) পলিটব্যুরো সদস্য মানিক  সরকার একটানা কুড়ি বছর ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন ১৯৯৮ থেকে।