হাত পিছমোড়া করে বাধা এক বৃদ্ধার। গোঙানির আওয়াজ তার মুখে। আবার কোন ছবিতে ধরা পড়েছে ঠাণ্ডায় তার গায়ে জল ছিটিয়ে দেবার ছবি।
আক্রান্ত বৃদ্ধার নাম শিশুবালা দেবনাথ। বাড়ি অমরপুরের চণ্ডীপাড়ায়।
সে এলাকার মানুষের অভিযোগ এ ধরণের অত্যাচার হামেশাই চালানো হয় ঐ বৃদ্ধা শিশুবালা দেবনাথের উপর। তার বয়স ৯০ এর বেশি। ভালো করে হাঁটতে পারেন না। কুঁজো হয়ে চলেন বয়সের ভারে।
তার ছেলে অবসরপ্রাপ্ত শিক্ষক প্রমোদ দেবনাথও মাঝে মাঝে হাত লাগান এই অত্যাচারে। অভিযোগ এমনই। তাছাড়া স্ত্রীর হাতে নিজের মাকে আক্রান্ত হতে দেখেও রা করেন না তিনি।
প্রমোদ দেবনাথের প্রথম স্ত্রী মারা গেছেন। তার প্রথম পক্ষের সংসারে এক মেয়ে আছে। ঐ মেয়ে ঠাকুমার উপর ঘটা অত্যাচারের ঘটনা গোপনে মোবাইলে তুলে তা অন্যদের দেখিয়েছেন। বৃদ্ধা মায়ের উপর অত্যাচারের এমন ঘটনায় স্তম্ভিত অনেকেই।
অত্যাচারের সেই ছবি এসেছে আমাদের হাতেও।
আগরতলা, ত্রিপুরা