Politics

জঙ্গীগোষ্ঠীগুলি বনধের ডাক দিয়েছে সাধারণতন্ত্র দিবসের দিন

By Master

January 24, 2020

বেআইনী ঘোষিত উত্তরপূর্ব ভারতের ছয়টি জঙ্গী সংগঠন একযোগে বনধের ডাক দিয়েছে এ বছর ২৬ জানুয়ারির দিন।

এই ছয়টি সংগঠনের মধ্যে রয়েছে ত্রিপুরার বেআইনী ঘোষিত জঙ্গী সংগঠন NLFT -ও। বাকি পাঁচটি জঙ্গী সংগঠনের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ এবং আসামে জঙ্গী কার্যকলাপ চালানো সংগঠন KLO, আসামের কার্বিয়াংলঙে সক্রিয় সংগঠন PDCK, মেঘালয়ের HNLC, এবং মনিপুরের দুটি সংগঠন KCP এবং KYKL।

২৬ জানুয়ারি সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বনধের ডাক দিয়েছে এই সংগঠনগুলি। ৭১-তম সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান বানচাল করার জন্য।

একটা সময় এই অঞ্চলে জঙ্গী কার্যকলাপ বেশ মারাত্মক থাকলেও। এখন সেই আগের অবস্থা নেই। জঙ্গী কার্যকলাপ বেশ থিতিয়ে গেছে। তারপরও প্রতি বছর সাধারনতন্ত্র দিবস এবং স্বাধীনতা দিবসের দিন বয়কট এবং বনধের ডাক দিয়ে নিজেদের অস্তিত্বর জানান দেয় সংগঠনগুলি।

২৩ জানুয়ারি এই ছয়টি সংগঠনের নেতৃত্ব একসঙ্গে মিলিত হয়ে একটি যুগ্ম ইস্তেহার প্রকাশ করে। তাতেই তারা বনধের ডাক দিয়েছে। ইস্তেহারে তারা বলেছে, WESEA (West Eastern Southeast Asia) অঞ্চলে আগামী ২৬ জানুয়ারি বারো ঘণ্টা সম্পূর্ণ বনধ পালিত হবে। ভারতের উত্তরপূর্বাঞ্চলকে জঙ্গী গোষ্ঠীগুলি WESEA অঞ্চল হিসাবেই চিহ্নিত করে।

 

আগরতলা, ত্রিপুরা