Society

ত্রিপুরাতেও হচ্ছে সরস্বতী পুজো

By Master

January 30, 2020

এ বছর সরস্বতী পুজো হচ্ছে ২৯ এবং ৩০ জানুয়ারি। দু’দিন ধরে সরস্বতী পুজো তাই পড়ুয়াদের কাছে আনন্দও ডাবল। দুদিনই ছুটি ঘোষণা করেছিল ত্রিপুরা সরকার। ৩০ তারিখও ত্রিপুরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং বাড়ি ঘরে হচ্ছে সরস্বতীর পূজা। সরস্বতী পুজোকে কেন্দ্র করে ত্রিপুরার বাজারগুলিতেও ফল, শাক সব্জির দাম চড়া। তার মধ্যেও মানুষ পুজোর আয়োজন করেছে। এদিনটি বিশেষ করে পড়ুয়াদের। বাড়িতে কোন চাপ নেই। পড়াশুনার জন্য হাঁকডাক নেই। নেই প্রাইভেট টিউটরের বাড়িতে পড়ার বোঝা। এখন অবশ্য প্রায় সব প্রাইভেট টিউটরের বাড়িতেই পুজোর আয়োজন হয়। ছেলেমেয়ারা নিয়ম ভাঙার প্রথম পাঠ যেন এই সরস্বতী পুজোকে কেন্দ্র করেই।

ভিডিও ব্যবস্থাপনায় অভিজিৎ

আগরতলা, ত্রিপুরা