Politics

“দিল্লিতে গেলে বিপ্লব দেব’র মতো মুখ্যমন্ত্রী হওয়া যায়”

By Master

January 09, 2020

ত্রিপুরার   তিন/চার   ব্যাটালিয়ন জওয়ান যাচ্ছেন  রাজ্যের বাইরে, ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।আগরতলায়  পুলিস সপ্তাহের উদ্বোধন করে আজ তিনি বলেছেন, এক ব্যাটালিয়ন টিএসআর জওয়ান এখন দিল্লিতে রয়েছেন। আরও তিন/চার ব্যাটালিয়নকে কেন্দ্রীয় পাওয়ার সেক্টর’র জন্য  পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে এখন কাজ করছে টিএসআর’র তৃতীয় ব্যাটালিয়ন। এখন অনেকেই দিল্লিতে গিয়ে কাজ করতে চান।  প্রথম যখন তাদের  দিল্লিতে পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছিল,  অনেকেই  আন্দোলনে নেমেছিলেন ।

প্রত্যেক গ্রামে ,  একজন করে গ্রাম সেবক  নিয়োগের কথাও শুনিয়েছেন তিনি ।  সেবকরা  পুলিসের সাথে মানুষের যোগসূত্র হবেন।

মুখ্যমন্ত্রী বলেছেন, “দিল্লিতে গিয়ে কাজ করলে এক্সপোজার পাওয়া যায়। দেশের রাজধানী। অনেক এডভান্সড সিটি। তেমন জায়গায়  কাজ করার সুযোগ কম মানুষেরই হয়। নিজেরই  উদাহরণ টানলেন , “দিল্লিতে গেলে বিপ্লব দেব’র মতো মুখ্যমন্ত্রী হওয়া যায়।”

“রাজ্য পুলিশে দায়বদ্ধতা, নিয়মানুবর্তিতা এসেছে। রাজনৈতিক প্রভাবমুক্ত হয়েছে পুলিশ। এর ফলেই এখন ১১ মাসেও অপরাধীর সাজা হয়। গত ২০ মাসে ৯৮৭ টি মামলা নথিভুক্ত হয়েছে। ৪৯৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এখন থানায় এফ আই আর করার জন্য দরজায় দরজায় ঘুরতে হয় না। নারী ঘটিত অপরাধের তদন্তে পুলিশ ৩ থেকে ৫ দিনের মধ্যে গ্রেপ্তার করতে পারছে অভিযুক্তকে। নারী ঘটিত অপরাধ দশ শতাংশ হ্রাস পেয়েছে”, দাবি মুখ্যমন্ত্রীর।