Festivals

পৌষ পার্বণের আলপনা

By Master

January 13, 2020

আসছে পৌষ পার্বণ। পিঠে-পুলির উৎসব। বিভিন্ন বাড়িতে হবে সুস্বাদু পিঠে। শীতের কুয়াশামাখা ভোরে খেজুরের গুড় দিয়ে পিঠের স্বাদ নেবেন অনেকেই। আবার শহরের মিষ্টির দোকানে এখন তৈরি হয় শর্করা রোগীদের কথা মাথায় রেখে আলাদা পিঠে। কিন্তু এসময়ে আরও একটি লোকাচার দেখা যায় ত্রিপুরার অনেক বাড়িতে। পৌষ পার্বণের আগে পরিবারের মহিলারা বাড়ির উঠোনে আলপনা আঁকেন। চালের গুড়োর সঙ্গে অন্য রঙ মিশিয়ে আঁকা হয় বাহারী আলপনা। ত্রিপুরার আখাউরা সীমান্ত লাগোয়া লঙ্কামুড়া এলাকায় প্রায় বাড়িতেই দেখা যায় মহিলাদের এই শিল্পকলা। শহরায়নের সঙ্গে পাল্লা দিয়ে যদিও এই প্রথা অনেকটাই হারিয়েছে। তারপরেও পৌষ সংক্রান্তির আগে অনেক বাড়ির উঠোন সেজে ওঠে এভাবেই।

 

 

 

ছবি ঋণ অভিষেক সাহা

আগরতলা, ত্রিপুরা