Society

প্রয়াত ডাক্তার রথীন দত্ত

By Master

January 27, 2020

প্রয়াত ডাক্তার রথীন দত্ত

সোমবার সকালেই মারা গেলেন পদ্মশ্রী রথীন দত্ত। কলকাতাতে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯১ বছর। দীর্ঘ দিন কাজ করেছেন ত্রিপুরার স্বাস্থ্য বিভাগে। ১৯৩১ সালে আসামের মঙ্গল দৈ এলাকায় জন্ম। শিলঙে পড়াশুনা। ডিব্রুগড় মেডিক্যাল কলেজ থেকে ডাক্তার হওয়া। তারপর যান লন্ডনে আরও উচ্চশিক্ষার জন্য। ফিরে এসে যোগ দেন ত্রিপুরার জিবি হস্পিটালে। সার্জন হিসাবে। যখন লন্ডন থেকে ভারতে ফেরেন তখন, খুব সহজেই দেশের কোন নামকরা হস্পিটালে যোগ দিতে পারতেন। এতে তার নাম ডাক অর্থ যশ আরও বাড়তো এতে সন্দেহ নেই। কিন্তু কাজ করলেন ত্রিপুরাতেই। গত শতাব্দীর ছয়ের দশক থেকে শুরু করে নয়ের দশকের প্রথম দিক পর্যন্ত। প্রথমে সার্জন পরে স্বাস্থ্য দপ্তরের প্রশাসক হিসাবে কাজ করেন সুনামের সঙ্গে। বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় তার ভুমিকা ছিল অনন্য। যার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকারও তাকে সম্মান জানিয়েছে। ১৯৯২ সালে চাকরি থেক অবসরে যান। সে বছরই ত্রিপুরা থেকে দ্বিতীয় ব্যক্তি হিসাবে পদ্মশ্রী পান ডাক্তার রথীন দত্ত।

 

আগরতলা, ত্রিপুরা