Society

বইমেলা হবে ত্রিপুরার হাঁপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে

By Master

January 24, 2020

৩৮-তম আগরতলা বইমেলা হবে ত্রিপুরার হাঁপানিয়াতে অবস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে। ২৪ জানুয়ারি একটি বৈঠক হয় মহাকরণে রাজ্যের উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মার অফিসে। তিনি এবারের আগরতলা বইমেলা কমিটির চেয়ারম্যান। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়ে যায় মেলার স্থান নিয়ে। এবার প্রথমবারের মতো মেলা আয়োজিত হবে আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে। এর আগে ৩৭টি মেলা হয়েছে এই আগরতলা শহরেই। প্রথম দিকে রবীন্দ্র ভবন চত্বরে। তারপর শিশু উদ্যানে। কয়েক বছর উমাকান্ত একাডেমী প্রাঙ্গণে। ফের আবার শিশু উদ্যানে। ১৯৮১ সাল থেকে শুরু হয়েছিল আগরতলা বইমেলা। এবারেই প্রথম আগরতলার বাইরে হবে বইমেলা।

২৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের আগরতলা বইমেলা। চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

এর আগে আগরতলার বিশিষ্ট বুদ্ধিজীবী, লেখক, সাহিত্যিক, অধ্যাপক, সাংবাদিকরা উপমুখ্যমন্ত্রীর কাছে একটি চিঠি দিয়ে দাবি করেছিল মেলা যেন আগরতলাতেই করা হয়। তাছাড়া ত্রিপুরার বই প্রকাশক, বিক্রেতারাও ঠিক একই দাবি করেছিলেন। তাদের যুক্তি ছিল আগরতলার বাইরে বইমেলা নিলে তাতে তেমন লোকসমাগম হবে না। বইবিক্রি কমবে। কিন্তু শেষ পর্যন্ত ত্রিপুরা সরকার নিজেদের সিদ্ধান্তেই অটল রইল।

 

আগরতলা, ত্রিপুরা