Politics

মাথার চুল কামিয়ে ‘ক্যা’ বিরোধী প্রতিবাদ আইপিএফটি’র

By Master

January 14, 2020

মাথা ন্যাড়া করে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ দেখাল আইপিএফটি।  আজ  ত্রিপুরা স্বশাসিত উপজাতি জেলা পরিষদ’র সদর দফতর  খুমুলুঙে আইপিএফটি’র কর্মীরা মাথার চুল কামিয়ে প্রতিবাদ দেখান।  যুবকদের খালি গা, বিভিন্ন রঙে শরীরে লেখা  ‘ক্যা’ বিরোধী স্লোগান। তারপর খুমলুঙের রাস্তায় মিছিল করেন তারা। আইপিএফটি বিধায়ক বৃষকেতু দেববর্মাকেও দেখা যায় প্রতিবাদ মিছিলে। অবশ্য তিনি মাথার চুল কামান নি। নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে ৬ জানুয়ারি থেকে অবস্থান বিক্ষোভ দেখিয়ে যাচ্ছে আইপিএফটি। পৃথক রাজ্যের দাবিতেও আছে সাথে। ত্রিপুরার রজধানী আগরতলায় ‘ক্যা’ বিরোধী কোনো কর্মসূচী নেননি তারা। আইপিএফটি, ত্রিপুরায় বিজেপির জোটসঙ্গী। ২০১৮ সালে বিজেপির সঙ্গে জোট গড়েই আইপিএফটি বিধানসভা নির্বাচনে উপজাতি সংরক্ষিত আটটি আসন দখল করেছে। ২০১৭ সালে আলাদা রাজ্যের দাবিতেই নগ্ন শরীর দেখিয়েছিলেন আইপিএফটি’র কর্মীরা।

 

 

 

আগরতলা, ত্রিপুরা