Politics

রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি হচ্ছেন ডাক্তার মানিক সাহা

By Master

January 14, 2020

ত্রিপুরায়  বিজেপির পরবর্তী সভাপতি হচ্ছেন ডাক্তার মানিক সাহা।  আগামীকাল দুপুরেই আনুষ্ঠানিক  ঘোষণা হতে পারে।  সভাপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে আইনজীবী প্রদ্যোত ধর এবং বিজেপি নেতা তাপস মজুমদার। তাপস মজুমদার জানিয়েছেন, আজই  ছিল সভাপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা  করার জন্য মনোনয়ন পত্র  সংগ্রহের  দিন।  নির্দিষ্ট সময় পর্যন্ত একজন মাত্র মনোনয়ন তুলেছেন। তিনি ডাক্তার মানিক  সাহা।

পরবর্তী সভাপতি কে হচ্ছেন?

তাপস মজুমদার হেসে জবাব দিয়েছেন, একজন যেহেতু মনোনয়ন তুলেছেন, তাই তিনিই হচ্ছেন।

প্রদ্যোত ধর অবশ্য বলেছেন,আজ কতজন মনোনয়ন পত্র তুলেছে , তা তিনি জানেন না।  দিল্লি থেকে আসা মহেন্দ্র সিং’র কাছেই এই বিষয়টি রয়েছে।  প্রদ্যোত বলেছেন,  সভাপতি নির্বাচন দেখভালের  দিল্লি থেকে এসেছেন  মহেন্দ্র সিং । কাল আরও একজনের আসার কথা। ২০১৫ সালে বিপ্লব দেব  যখন  রাজ্য বিজেপির সভাপতি হয়েছিলেন,  তখনও ত্রিপুরাতে  তিনিই ছিলেন  সাংগঠনিক নির্বাচনের দায়িত্বে। এবারও বুথ স্তর থেকে জেলা সভাপতি নির্বাচন পর্যন্ত তার নজরেই হয়েছে। যদি নির্বাচন হয় আগামীকাল  তাহলে রাজ্য কাউন্সিলের ৭০ জন,  এবং নয় জেলা সভাপতির ভোট দিতে পারবেন।

মানিক সাহা   ২০১৬ সালে বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি  ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি পদেও রয়েছেন।

আগরতলা, ত্রিপুরা