Society

শিশু বিক্রির অভিযোগ উঠল ত্রিপুরায়

By Master

January 19, 2020

ফের একবার শিশু বিক্রির অভিযোগ উঠল ত্রিপুরায়। অভাবের কারনেই দম্পতি শিশু বিক্রি করেছিল বলে অভিযোগ করেছেন এলাকার মানুষ। যদিও পরে শিশুটি উদ্ধার করা হয় পুলিসের সাহায্যে। ঘটনা বিশালগড়ের গকুলনগরে। রবিবার সাকালে এই এলাকার এক মহিলা সকালে সন্তান প্রসব করেন। তার আগে তাদের দুই মেয়ে এক ছেলে রয়েছে । এলাকার মানুষের অভিযোগ প্রসবের পর বাচ্চাটিকে দম্পতি কাচা ল্যান্ট্রিনে ফেলে দিতে চাইছিল। এলাকার মানুষ এসে পরায় তা আর করতে পারে নি। এলাকার লোক তাদের পরায় জোর করেই বাচ্চাসহ বিশালগড় হাসপাতালে পাঠায়। দুপুরে দম্পতি যখন বাড়িতে ফেরে তখন তাদের সঙ্গে বাচ্চা ছিল না। এতে এলাকার মানুষের সন্দেহ হয়। তারা অভিযোগ করেন দুই লাখ তাকার বিনিময়ে ঐ দম্পতি বাচ্চাটি বিক্রি করেছে। খব্র দেয়া হয় পুলিসে। যদিও দম্পতি জানায়,  হাসপাতালে গিয়ে তাদের সংগে দেখা হয় বিশালগডের মধ্যলক্ষীবিলের হীরন নমঃ এর সংগে । ঐ ব্যক্তি বাচ্চাটি তাদের কাছ থেকে চেয়ে নিয়েছেন। দম্পতি টাকার বিনিময়ে বাচ্চা বিক্রি করার বিষয়টি অস্বীকার করেছেন। পুলিশ দম্পতিকে নিয়ে হীরন নমঃ বাড়ি যায় । শিশুটি উদ্ধার করে নিয়ে আসে এবং দম্পতির হাতে তুলে দেন ।

 

 

 

 

আগরতলা, ত্রিপুরা