Politics

সংবিধান রক্ষার শপথে আগরতলায় তিন কিলোমিটার লম্বা মানব বন্ধন

By Master

January 26, 2020

সংবিধান বাঁচানোর ডাকে সাধারণতন্ত্র দিবস পালন করল বামপন্থীরা। দেশের সংবিধান আক্রান্ত, আক্রান্ত গণতন্ত্র এই অভিযোগে ৭১-তম সাধারণতন্ত্র দিবসে সংবিধান রক্ষার শপথ নিলেন বামপন্থীরা।

ত্রিপুরার প্রায় সব জায়গায় পাঁচটি বামপন্থী সংগঠনের ডাকে পালিত হয়েছে সংবিধান রক্ষা দিবস। খোয়াই, বিলোনীয়া, রাজনগর, তেলিয়ামুড়া, লংতরাইভ্যালি, সাব্রুম এসব জায়গা থেকেও মানব বন্ধনের খবর পাওয়া গেছে।

CPI(M), CPI, RSP, AIFB, CPI(ML)  এই পাঁচটি বাম সংগঠনের ডাকে সংবিধান রক্ষার শপথে হয়েছে বিভিন্ন কর্মসূচী।

 

আগরতলাতে প্রায় তিন কিলোমিটার লম্বা মানব বন্ধন তৈরি করেন বাম কর্মী সমর্থকরা। CPI(M) পলিটব্যুরো সদস্য মানিক সরকার, ত্রিপুরা রাজ্য সম্পাদক গৌতম দাশসহ ত্রিপুরার শীর্ষ বাম নেতারা অংশ নেন এই মানব বন্ধনে।

CPI(M) পশ্চিম ত্রিপুরা জেলা সম্পাদক পবিত্র করের দাবি, প্রায় দুই হাজার মানুষ অংশ নিয়েছেন এই কর্মসূচীতে। তার মতে, বটতলা ফ্লাই-ওভারের নিচ থেকে জ্যাকশন গেট পর্যন্ত বিস্তৃত ছিল মানব বন্ধন।

তিনি বলেন, “বর্তমান শাসক দল বিজেপির হাতে ভারতের সংবিধান সুরক্ষিত না। তাই সাধারণতন্ত্র দিবসের দিন শপথ নিচ্ছি আমরা এই সংবিধানকে রক্ষা করার”।

ভিডিও ব্যবস্থাপনায় অভিজিৎ

আগরতলা, ত্রিপুরা