Politics

CAA, NPR-এর বিরুদ্ধে আইনজীবীদের মিছিল করতে দিল না ত্রিপুরার পুলিস

By Master

January 24, 2020

CAA, NPR-এর বিরুদ্ধে আইনজীবীদের মিছিল করতে দিল না ত্রিপুরার পুলিস

 

২৪ জানুয়ারি আগরতলায় সারা ভারত আইনজীবী ইউনিয়নের উদ্যোগে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের ডাক দেয়া হয়েছিল। এদিন বিকালে আইনজীবীরা জড়ো হন আগরতলা কোর্ট চত্বরে। তখন তারা জানতে পারেন পুলিস তাদের মিছিল করার অনুমতি দেয় নি। এনিয়ে ক্ষোভ দেখান আইনজীবীরা। বিশিষ্ট আইনজীবী শরদিন্দু চক্রবর্তী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী গণতন্ত্রের মুখোশ এঁটে বসে আছেন। কিন্তু রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই। তিনি জানান, নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে, NPR, NRC  এসবের বিরুদ্ধে তারা ২৪ জানুয়ারি আগরতলায় প্রতিবাদ মিছিল করার উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু পুলিস সেই মিছিল করার অনুমতি দেয় নি। পুলিসের এই ভুমিকার সমালোচনা করেন তিনি। আরেক আইনজীবী অভিজিৎ ভট্টাচার্য জানিয়েছেন, সরকার ভয় পেয়েছে। তাই যেখানেই আন্দোলন প্রতিবাদ হচ্ছে সেখানেই তারা বাধা দেবার চেষ্টা করছে।

 

আগরতলা, ত্রিপুরা