খেলতে খেলতে ছোট্ট জহন হারিয়ে গেল একেবারে।
ঘরে রাখা আলু গলায় আটকে বাচ্চাটি মারা গেছে। ত্রিপুরার গণ্ডাছড়ার দুর্গাপুর এলাকায় একটি জুমিয়া পরিবারে সকালের ঘটনা।
ফলেন্দ্র ত্রিপুরার দশ মাসের ছেলে জহন ঘরেই হামাগুড়ি দিয়ে এদিক-সেদিক করছিল। খেলতে খেলতে ঘরে রাখা আলু মুখে দিলে, গলায় আটকে যায়। পরিবারের লোকজন যখন বুঝতে পারেন, তখন গলা থেকে আলুটি বের করেতে চেষ্টা করেন। নিয়ে যান গণ্ডাছড়া হাসপাতালে, ডাক্তার গলায় আটকে থাকা আলু বের করে ফেলেন সাথে সাথেই, কিন্তু ততক্ষণে সব শেষ।
ডাক্তার বলেছেন, বাড়িতে সময় নষ্ট না করে হাসপাতালে নিয়ে এলে , হয়ত সর্বনাশটি আটকানো যেত।
COMMENTS