প্ৰথম খবর

আগরতলার নাগেরজলা মোটরস্ট্যান্ডে আগুন

By Master

February 14, 2020

নাগেরজলা মোটরস্ট্যান্ডে অগ্নিকান্ড। আজ সকাল এগারটা নাগাদ আগুন লাগে আগরতলার এই মোটরস্ট্যান্ডে। পুড়েছে বেশ কিছু দোকান।

পুড়েছে ৮টি দোকান। বেশিরভাগই খাবারের দোকান। সব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন সাধারণ দোকানী।  পুড়েছে মোটর শ্রমিকদের একটি সংগঠনের অফিসও।

আগুন নেভাতে ছুটে গেছে পাঁচটি ফায়ার ইঞ্জিন। ঘটনাস্থলে দাঁড়ানো এক ফায়ার সার্ভিস কর্মী জানিয়েছেন, সম্ভবত কোন খাবারের দোকান থেকে আগুন ছড়িয়েছে। ফেটেছে তিনটি গ্যাস সিলিণ্ডার।

তবে কোনও গাড়িতে আগুন লাগেনি।

আগরতলা থেকে দক্ষিণ ত্রিপুরা, গোমতী, সিপাহীজলা এই তিন জেলার সব ছোটবড় গাড়ি ছাড়ে এই স্ট্যান্ড থেকে।

 

দুদিন আগেই গোমতী জেলার উদয়পুরের রাজারবাগ মোটরস্ট্যান্ডে আগুন লাগে রাতে। পুড়ে খাক হয় পাঁচটি বাস। নষ্ট হয় আরও কয়েকটি বাস। খতির পরিমাণ ছিল দেড় কোটি টাকার বেশি।

সেই ঘটনার রেশ না কাটতেই আবার আগুন আতংক ছড়ালো নাগেরজলাতে।

ঘটনাস্থলে পুলিস এবং দমকলের কর্মীরা।

আগুন লাগার কারনে ব্যাহত যাত্রী পরিষেবা।

আগরতলা, ত্রিপুরা