প্ৰথম খবর

“আগরতলায় কয়টা আয়ুর্বেদিক ডাক্তার, কী কাজটা করে উল্টিয়ে নিচ্ছে!”

By thepongkor

February 09, 2020

আয়ুর্বেদিক ডাক্তারদের ‘ক্রসিন’ দেয়ার, থার্মোমিটার ধরার ও প্রেসার মাপার কথা বলে, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দে্ব, জ্বর, বমি , পেট খারাপ’র জন্য রাজ্যের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল জিবিপি হাসপাতালে আসার ব্যাপারে তার আপত্তি জানিয়েছেন।

জিবিপি হাসপাতালে ‘সিরিয়াস ট্রমা’, ‘অর্থোপেডিক’, নিউরো’ মাল্টি অর্গান’ সমস্যা নিয়ে আসার কথা, তার মন্তব্য।

ক্রসিন একটি অ্যালোপ্যাথি ওষুধ।

মুখ্যমন্ত্রীর কথায়, “আগরতলায় কয়টা আয়ুর্বেদিক ডাক্তার, কী কাজটা করে উল্টিয়ে নিচ্ছে!” আগরতলার বাইরে বদলি হলে ডাক্তাররা থেকে যাওয়ার অনুরোধ করেন, অন্য কারও হাতে থাকলে ‘ট্রান্সফার দিয়ে সব প্যাঁচ লাগিয়ে দিত’, বিপ্লব বলেছেন। এমবিবিএস ডাক্তারের জন্যও বাইরে যাবার পলিসি।

ডাক্তারদের একটি সভায় মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছিলেন।

আগরতলা, ত্রিপুরা

রক্ত শূন্যতায় ভুগছে ত্রিপুরার ব্লাডব্যাঙ্ক