আগরতলায় বন্ধ ঘর থেকে বাজেয়াপ্ত ২৪ কোটির চন্দন কাঠ!
বন্ধ ঘরে ছিল সাড়ে আট হাজার কেজি চন্দন কাঠ। ডিএস গ্রুপের ছিল এই ঘর। জর্দা বেচা এই কম্পানি আগরতলা ছেড়ে গেছে অনেকদিন। দারোয়ান শুধু থাকেন। ত্রিপুরায় এই কম্পানি বেশ কিছুদিন জর্দা তৈরি, ইত্যাদি করে ব্যবসা করত।
বিএসএফ,বন বিভাগ এই কাঠ বাজেয়াপ্ত করেছে। তাদের দাবি, এগুলি অবৈধ চন্দন কাঠ, এবং দামে দশকোটি থেকে ২৮ কোটি হতে পারে। কাউকে গ্রেফতার করা হয়নি।