ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে বাংলাদেশের আখাউড়া পর্যন্ত রেল পথ তৈরি হচ্ছে।উত্তরপূর্ব ভারতে প্রতিবেশী দুই দেশের মধ্যে স্বাধীনতার পর এই প্রথম ট্রেনে যোগাযোগের রাস্তা হচ্ছে। আরও আগেই এটি চালু হওয়ার কথা থাকলেও, এখন আগামী বছর সেপ্টেম্বরে কাজ শেষ হবে বলে ঠিক হয়েছে। কলকাতা থেকে বাংলাদেশে ট্রেন যায়।
আগরতলা থেকে আখাউড়া শহরের যোগাযোগ অনেক পুরোনো। আগরতলা শহরের ওপর দিয়ে এখনও একটি রাস্তা আখাউড়া রোডা নামেই পরিচিত। আখাউড়া রেল স্টেশনও তেমনি বহু দিনের, এটিই একসময় আগরতলা শহরের জন্য রেল পথের ঠিকানা ছিল।
স্বাধীন ভারতে আগরতলাই উত্তরপূর্বাঞ্চলের কোনও রাজ্যের প্রথম রাজধানী শহর রেল সংযোগ পেয়েছে, ২০০৮ সালে। ২০১৩ সালে আগরতলা-আখাউড়া রেল পথের জন্য দুই দেশে সম্মতি হয়। মোটামুটি ১৫ কিলোমিটারের এই পথে, ভারতীয় অংশে থাকছে ৫ কিলোমিটারের মত।
আগরতলার মূল শহরের বেশ কিছুটা দূরে নিশ্চিন্তপুর, একেবারে আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া। দুই দেশের এই রেল পথের কাজ সেখানে চলছে। ছয়টি ছবি আজ তুলে এনেছেন অভিষেক ।
আগরতলা,ত্রিপুরা