Crime

অন্য রাজ্যের বাচ্চাদের দিয়ে আগরতলায় ভিক্ষা করানো হচ্ছে

By Master

February 06, 2020

অন্য রাজ্যের ছোট বাচ্চাদের আগরতলায় এনে ভিক্ষা করানো হচ্চে, দাবি করেছেন চাইল্ড লাইনের কর্মীরা।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিশুদের আনা হচ্ছে ত্রিপুরায়। তাদের সঙ্গে কয়েকজন মহিলা পুরুষ থাকেন। যারা পেছন থেকে এই শিশুদের চালান। সারাদিন ভিক্ষার পর শিশুরা যা পায় তা চলে যায় তাদের হাতেই। আগরতলার বিভিন্ন মল, শপিং কমপ্লেক্স এবং আগরতলা রেলস্টেশনের সামনে ভিক্ষা করানো হচ্ছে শিশুদের দিয়ে। শুধুমাত্র আগরতলা রেলস্টেশনেই রয়েছে ২৭টি এ ধরনের বাচ্চা।

আজ আগরতলার সূর্য চৌমুহনী এলাকা থেকে একটি বাচ্চাকে ভিক্ষা করার সময় ধরে চাইল্ড লাইনের কর্মীরা। সে বাচ্চা মেয়েটির কাছে জানা যায় যে আগরতলা রেলস্টেশনে তার মতো ২৭জন আরও আছে। মেয়েটিকে যেখান থেকে আটক করা হয় তা কিছুটা দূরে দাঁড়ানো ছিল এক মহিলা। ঐ মহিলাই মেয়েটিকে চালাতো। মহিলা ওড়িশার বাসিন্দা। তাকে পুলিসের হাতে তুলে দেয়া হয়েছে।

মেয়েটির কথা শুনে চাইল্ড লাইনের কর্মীরা যায় আগরতলা রেলস্টেশনে। সেখান থেকে আরও পাঁচটি বাচ্চাকে উদ্ধার করে। সেই সঙ্গে ধরা হয় তিনজন মহিলাকেও।

সব মিলিয়ে এদিন ছয়টি বাচ্চা এবং চার জন মহিলাকে আটক করেছে চাইল্ড লাইনের কর্মীরা।

চাইল্ড লাইনের কর্মীরা জানিয়েছেন, বিভিন্ন সংস্থার কথা বলে বা সংস্থার কাগজ দেখিয়ে তারা ভিক্ষা করত।

 

আগরতলা, ত্রিপুরা