Politics

আবার গুলি – এবার শাহিনবাগে

By Grand Master

February 01, 2020

মাত্র দুদিনের মধ্যে আবার দিল্লীতে সি এ এ বিরোধী আন্দোলন স্থলে গুলি চালনার ঘটনা ঘটল । এবারও সম্ভবত লক্ষ ছিল সিটিজেনশিপ এমেণ্ডমেন্ট বিরোধী আন্দোলনকারীরা । ঘটনা আজ বিকেলের, পাঁচটা বাজার সাত মিনিট আগে । সংবাদ সংস্থা আই এ এন এস জানিয়েছে যে কপিল নামে এক যুবক শাহিনবাগ এলাকায় এসে শুন্যে গুলি চালায় । শাহিনবাগ ইতিমধ্যেই সারা দেশে অন্যতম সিটিজেনশিপ এমেণ্ডমেন্ট বিরোধী আন্দোলনের এপিসেন্টার হিসাবে আত্মপ্রকাশ করেছে । গুলি চালনার সাথে সাথেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে । মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যান । পুলিশের বিরুদ্ধেও দুর্বল নিরাপত্তা ব্যবস্থার অভিযোগ এনে ক্ষোভ উগরে দেন অনেকে । গুলি চালনার সাথে সাথেই ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ কোন এক গোপন জায়গায় নিয়ে যায় । এলাকায় উপস্থিত একজন পুলিশ আধিকারিক জানিয়েছেন ওই যুবক দুল্লুপুরা গ্রামের বাসিন্দা । শুন্যে সে তিন রাউন্ড গুলি চালিয়েছিল । তদন্তের স্বার্থেই তাকে গোপন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে । মাত্র দুদিন আগেই , গত ৩০ শে জানুয়ারি জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের লক্ষ করে গুলী চালিয়েছিল এক যুবক । তখন ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা রাজঘাট পর্যন্ত মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল । নিরাপত্তা রক্ষীদের সামনেই সেদিনের যুবক গুলি চালাতে সমর্থ হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের সি এ এ বিরোধী আন্দোলন কারীদের লক্ষ করেই গুলি চালায় সে । আক্রান্ত হন একজন ছাত্র । ( আপডেটের জন্য প্লুরাল কলামের সাথে থাকুন )