আজ আসাম এলেন প্রধানমন্ত্রী। কিছুদিন আগেই সি এ এ বিরোধী আন্দোলনে উত্তাল আসামে সরকারি সফর বাতিল করেছিলেন তিনি ।
বোড়ো জঙ্গিদের সাথে কেন্দ্রীয় সরকারের শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে গত ২৭ জানুয়ারি। এই উপলক্ষেই আয়োজিত হয়েছিল বিশেষ অনুষ্ঠান।
সি এ এ বিরোধিতায় উত্তাল আসামে কিছুদিন আগে তিন জনের মৃত্যু হয়েছিল । তখন প্রধানমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলের এই রাজ্যে আসার নির্দ্ধারিত সুচী বাতিল করে দিয়েছিলেন । পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর তার এই সফর বিশেষ ইঙ্গিতবহ।
বোড়ো চুক্তি সম্পাদন উপলক্ষে আয়োজিত আজকের সভায় তিনি বলেন যে সারা দেশই বোড়ো জনজাতির মানুষকে ধন্যবাদ দিচ্ছে । এই চুক্তি সম্পাদন আসামের মানুষের কাছে বিরাট প্রাপ্তি বলে তিনি মন্তব্য করেন ।
এই চুক্তি রাজ্যে শান্তির বাতাবরণ ফিরিয়ে আনবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন ।
তিনি এও বলেন সারা দেশেই মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে । এইরকম একটি সময়ে স্বাক্ষরিত হল এই চুক্তি। স্বভাবতই এই ঘটনা একটি ঐতিহাসিক মাইলফলক ।
বোড়ো শান্তি চুক্তি অনুসারে বোড়ো ল্যান্ড টেরিটোরিয়েল রিজিয়নের জন্য কেন্দ্রীয় সরকার দেড় হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে। বোড়ো ভাষা আসামের সহকারী সরকারি ভাষার মর্যাদাও পাবে।