ত্রিপুরার উদ্বাস্তু উন্নয়ন কমিটি আবার সরব।
একসময়ে এই সংগঠনের নাম ছিল জম্পুইজলা উদ্বাস্তু উন্নয়ন কমিটি। উগ্রপন্থার কারণে জম্পুইজলা মহকুমায় বাড়ি ঘর ছেড়ে চলে আসতে হয়েছিল অনেক অনুপজাতি পরিবারকে ।
অবস্থা স্বাভাবিক হলেও এরা আর ফিরে যান নি।
অনেকে বাড়ি বিক্রিও করে দিয়েছেন।
এরা পশ্চিম ত্রিপুরা ও সিপাহিজলা জেলার বিভিন্ন এলাকায় বসবাস করতে শুরু করেন।
বিভিন্ন দাবি নিয়ে গত ২০ বছর ধরেই এরা আন্দোলন করছেন। পরিবর্তন হয়েছে নেতৃত্ব। দাবির ধরণেও পরিবর্তন এসেছে।
২০১৮ সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগেই এই পরিবারগুলোকে জমির বন্দোবস্ত দেওয়া হয়েছিল। দেওয়া হয়েছিল রেশনকার্ডও । সরকারী ভাবে ঘর তৈরির জন্য অর্থ বরাদ্দও হয়েছিল।
এবার কমিটির দাবি বি পি এল না এমন পরিবার গুলোকে জমির বন্দোবস্ত দেবার সময় যে প্রিমিয়াম ধার্য্য করা হয়েছিল তা মকুব করতে হবে। ঘর তৈরির বাকি টাকা দিয়ে দিতে হবে। নয়টি এমন পরিবার আছে , যাদের জমির উপর দিয়ে পাইপলাইন গিয়েছে। এদের বিকল্প জমি দিতে হবে।
এই তিনটি দাবি নিয়ে উদ্বাস্তু কমিটি ত্রিপুরার রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মার সাথে গতকাল মহাকরণে দেখা করেন।