এন আর সি’র ভয়ে ভীত হয়ে এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে ত্রিশ জনেরও বেশী মানুষ মারা গেছেন। বক্তা পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ।নদীয়ার রানাঘাটে সি এ এ বিরোধী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই দাবী করেন তিনি । কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন যে এখন দিল্লীর সরকার ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের (এন পি আর ) কাজ শুরু করতে যাচ্ছে । বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক ব্যক্তির মা-বাবার নাম জানতে চাওয়া হবে । তিনি উপস্থিত সবাইকে সাবধান করে দিয়ে বলেন কেউ যাতে এই তথ্য না দেন ।তিনি এও বলেন কেউ যাতে ভোটার তালিকার সংশোধনী বাদ দিয়ে অন্য কাজের জন্য কোনও কাগজপত্র কাউকে না দেন।তিনি এমনও বলেন যে কেউ যদি তার ছবি নিয়ে গিয়ে কোন তথ্য দেবার কথা বলে , মানুষ যাতে এতেও রাজি না হয় ।