প্ৰথম খবর

করোনা ভাইরাসের জন্য চারজন পর্যবেক্ষণে

By thepongkor

February 20, 2020

করোনা ভাইরাস শরীরে আছে কিনা, তা দেখতে প্রত্যেকদিন দু’বেলা চারজনকে পরীক্ষা করার জন্য নির্দেশ জারি করেছে পশ্চিম ত্রিপুরার চিফ মেডিক্যাল অফিসারের অফিস। ২৮ দিন এই কাজ চালিয়ে যেতে হবে। ১৮ ফেব্রুয়ারি নির্দেশটি জারি হয়েছে। একটি কম্যুনিটি হেলথ্ সেন্টার এবং একটি প্রাইমারি হেলথ্ সেন্টারকে বলা হয়েছে, দু’বেলা যেন স্বাস্থ্যকর্মী তাদের পরীক্ষা করে দেখেন, কোনও অসুস্থতা বুঝতে পারলে, হাসপাতালে নিয়ে যেতে হবে। তাছাড়াও, নিজেরাও যদি অসুস্থ বোধ করেন, তারা যেন হাসপাতালে যান, সেটা স্বাস্থ্যকর্মীরা তাদের বলবেন। স্বাস্থ্যকর্মীরা দেখে আসার পর, রিপোর্ট পাঠাতে হবে সিএমও অফিসে।

তবে, এখনও কারও ক্ষেত্রেই করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার সামান্যতম লক্ষণও নেই। চারজনই থাইল্যান্ড থেকে ফিরেছেন, তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই ২৮ দিনের দেখভাল।

(অযথা আতঙ্ক যেন না ছড়ায়, তাই হাসপাতাল দু’টির নাম, ও চারজনের পরিচয় দেয়া হল না।)