Society

করোনা ভাইরাস : ইরানে মহামারি

By Grand Master

February 29, 2020

ইরানে করোনা ভাইরাস মহামারির চেহারা নিয়েছে। সেদেশের সরকার অবশ্য এরকম কিছু স্বীকার করতে চাইছে না ।

প্রতিদিন এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়ার পাশাপাশি মৃতের সংখ্যাও বাড়ছে। এখন পর্যন্ত ২১০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।বিভিন্ন বিদেশী সংবাদ সংস্থার বক্তব্য এরকমই।

ইরানের স্বাস্থ্য মন্ত্রকের দাবি এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ জন।

রাজধানী তেহরান সবথেকে বেশি আক্রান্ত। এর পরেই কোম প্রদেশ।

কোম প্রদেশেই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গিয়েছিল।

ইরানের সংসদের একজন এম পি’ও এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন । মাত্র একদিন আগে তিনি সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।তার নাম মহম্মদ আলি রামজানি।

ইরানের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে বিভিন্ন বিদেশী মিডিয়া এই দেশের করোনা ভাইরাসের প্রকোপ নিয়ে মিথ্যা তথ্য পেশ করছে।

বিদেশী সংবাদ সংস্থা গুলো পাল্টা অভিযোগ তুলেছে সেই দেশের সরকারের বিরুদ্ধে। ইরান এক খারাপ পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকলেও নিজেদের আসল অবস্থা সামনে নিয়ে আসছে না।

করোনা ভাইরাসে এখন পর্যন্ত সারা বিশ্বে মারা গিয়েছেন ২৮৩৪ জন ।বিশ্বের ৫৭ টি দেশ আক্রান্ত ।

চিনেই এই ভাইরাসে সবথেকে বেশি মানুষ মারা গিয়েছেন । প্রতিদিনই কোন না কোন নতুন দেশে এই রোগ ছড়িয়ে পড়ার খবর পাওয়া যাচ্ছে ।

উত্তর কোরিয়া সরকার নাকি একজন করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। আই বি টাইমস এরকমই সংবাদ জানিয়েছে।

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং জানিয়েছিলেন কোন ভাবেই তার দেশে এই ভাইরাস ঢুকতে দেওয়া যাবে না। হুঁশিয়ারি দিয়েছিলেন সরকারি আধিকারিকদেরও। গতকালই একজন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায় , এরপরেই তাকে গুলি করে হত্যা করা হয় ।

পড়শী দেশ দক্ষিণ কোরিয়াতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪ জন ।