আমন্ত্রিত হয়েছেন অনেকেই। নিমন্ত্রণ গেছে স্বয়ং প্রধানমন্ত্রীর কাছে। আমন্ত্রিত হয়েছেন দিল্লীর সাতজন এম পি’ও। সবাই বিজেপি’র। দিল্লী বিধানসভায় নির্বাচিত সব বিজেপি বিধায়কও আমন্ত্রিত।
আগামী রোববার অরবিন্দ কেজরিওয়াল আপের প্রধান হিসেবে তৃতীয় বারের মত দিল্লীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। সকাল দশটায় রসমলীলা ময়দানে হবে অনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠান।
দিল্লী বিধানসভার ৭০ টি আসনের মধ্যে আপ পেয়েছে ৬২ টি আসন। বাকিগুলো বিজেপি’র দখলে।
এই শপথ গ্রহণ অনুষ্ঠান কেবলমাত্র দিল্লীর জন্য। বাইরের কোন জনপ্রতিনিধিকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় নি।
যদ্দুর জানা গেছে প্রধানমন্ত্রী ওইদিন দিল্লীতে থাকছেন না। নিজের লোকসভা কেন্দ্র বারাণসিতে বিভিন্ন প্রকল্প উদ্বোধনে সেদিন ব্যস্ত থাকবেন প্রধানমন্ত্রী।
আপ প্রধান কেজরিয়সল রোববার , শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য দিল্লীবাসীর কাছে আবেদন রেখেছেন।