দেশ -পৃথিবী

চিন হেরে যাবে ভারতের কাছে !

By thepongkor

February 12, 2020

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী  অশ্বিনী কুমরা চৌবে জানিয়েছেন, ২০২৭ সালে ভারতের জনসংখ্যা চিনকে ছাপিয়ে যাবে।

২০১১ সালের জনগণনা অনুযায়ী ১০ বছরে দেশের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১৭.৭ শতাংশ। ২০১৬ সালে ১০ই নভেম্বর কেন্দ্রীয় সরকার পরিবার বিকাশ কর্মসূচির সূচনা করেছে। আশাকর্মীদের মাধ্যমে বাড়ি বাড়ি গর্ভনিরোধক সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্হা করা হয়েছে। পরিবার পরিকল্পনা বিষয়ে সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা গড়ে তুলতে প্রতি বছর ১১-২৪ জুলাই পর্যন্ত ১৫ দিন ব্যাপি বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন করা হচ্ছে। এমনকী বিভিন্ন গণমাধ্যমের সাহায্যে জনসংখ্যা নিয়ন্ত্রণের বিষয়ে প্রচার চালানো হচ্ছে।

(পিআইবি)