প্ৰথম খবর

জেল ফেরত বাদলের চিঠি !

By thepongkor

February 12, 2020

সাজাপ্রাপ্ত বন্দীদের মজুরি  বাড়ানোর, খাবারের মান ঠিক করার  দাবি তুললেন বাদল চৌধুরী। ত্রিপুরার মুখ্যসচিবকে  এক চিঠিতে কেন্দ্রীয় সংশোধনাগার  নিয়ে বেশ কিছু দাবি জানিয়েছেন রাজ্যের উপ-বিরোধী দলনেতা।

তিন মাস বাদল চৌধুরী  ছিলেন কখনও পুলিস কিংবা বিচারবিভাগীয় হেফাজতে । ১ ফেব্রুয়ারি জামিনে বেরিয়েছেন।  তার বিরুদ্ধে পূর্ত দপ্তরের কাজে অনিয়মের অভিযোগ এনেছে  সরকার।

চার পাতার চিঠি দিয়েছেন  মুখ্যসচিবকে ৮ ফেব্রুয়ারি।

ত্রিপুরার  সাজাপ্রাপ্ত বন্দীরা দিনে ৩৩ টাকা মজুরি পান। প্রতিদিন। সেটাই পশ্চিমবঙ্গে ৯৩ টাকা, আসামে ৭৫ টাকা এবং বিহারে ৮০ টাকা। ত্রিপুরায় ৩৩ টাকা থেকে বাড়িয়ে  ৭০ টাকা করার দাবি জানিয়েছেন বাদল চৌধুরী।

সেন্ট্রাল জেলে কর্মী স্বল্পতা, জেল হাসপাতালের সমস্যা, সংশোধনাগারের এক নম্বর ব্লকের ফাটল এবং জল চুইয়ে পড়ার সমস্যা কথাও বলেছেন বাদল।

 

বাদল চৌধুরীরকে দুর্নীতিতে অভিযুক্ত করাকে  সিপিআই(এম) মনে করে,  রাজনৈতিক ষড়যন্ত্র।

বাদল চৌধুরীর গ্রেপ্তারের  আজ ৯৯ দিন হল। এখনো চার্জশীট জমা দিতে পারেনি  পুলিশ।