প্ৰথম খবর

তৌজি বাতিলের জন্য আগরতলা পুর নিগমকে আদালতে নিয়ে গেলেন গোলবাজারের ব্যবসায়ীরা

By thepongkor

February 28, 2020

বিজেপি-আইপিএফটি সরকার কিছুদিনে বেশ কয়েকবার বেকায়দায় পড়েছে আদালতে। কখনও সিভিল সার্ভিসে নিয়োগ বাতিল  করে দিয়ে, কখনও রিটায়ারমেন্টে যাওয়ার ঠিক আগে কর্মচারীকে সাসপেন্ড করে,  কখনও আবার জিআরএস নিয়ে।

বামফ্রন্ট পরিচালিত আগরতলা পুর নিগম এবার আদালতে দাঁড়াচ্ছে মহারাজগঞ্জ বাজারের কিছু ব্যবসায়ীর তৌজি বাতিল করে নিয়ে।

আদালতে গেছেন ব্যবসায়ীরা। তাদের উকিল পুরুষোত্তম রায় বর্মন বলছেন, পুর নিগমের ঘোষিত নীতি আর কাজ এক হচ্ছে না। যেমন আছে, তেমন রাখার নির্দেশ দিয়েছে আদালত।নিগমকে জবাব দিতে হবে দু’ সপ্তাহের মধ্যে।