আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ত্রিপুরার ধলাই জেলার কুলাই দ্বাদশ শ্রেণী মাঠে শুরু হচ্ছে রাজ্য ভিত্তিক উপজাতি উৎসব ।
উৎসব চলবে তিন দিন ধরে । ধলাই জেলা প্রশাসন এই উৎসবের উদ্যোক্তা । আগামী ৬ ফেব্রুয়ারি বিকেলে এই উৎসবের উদ্বোধন করবেন ত্রিপুরা সরকারের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া । উৎসবের প্রতিদিন থাকবে উপজাতিদের বিভিন্ন গোষ্ঠীর ঐতিহ্যবাহী খেলাধুলা ও খাদ্য প্রদর্শনী । প্রতিদিন সন্ধ্যায় থাকবে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত উপজাতি শিল্পীদের লোকসঙ্গীত ও লোকনৃত্য