প্ৰথম খবর

ত্রিপুরার বিজেপি সরকার কতদিন টিকবে, মানিক সরকারের প্রশ্ন

By Master

February 15, 2020

ত্রিপুরার বিজেপি সরকার কতদিন টিকে থাকবে? প্রশ্ন তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

গোটা দেশে বিজেপি হারছে। তাদের জনবিরধী নীতির কারনে। গত লোকসভা ভোটে পুলওয়ামা এবং বালাকোট আক্রমণকে কাজে লাগিয়ে জিতেছে তারা। কিন্তু লোকসভার পর বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোটে হারছে। সারা দেশে এই অবস্থা। ত্রিপুরার বিজেপি কিভাবে মিথ্যার উপর ভিত্তি করে আর আধা ফ্যাসিস্ট সন্ত্রাস দিয়ে ক্ষমতায় টিকে থাকবে? বেশিদিন টিকতে পারবে না। বলেছেন মানিক সরকার।

আজ সকালে আগরতলার ওরিয়েন্ট চৌমুহনীতে গণঅবস্থান করে ত্রিপুরা সভা সুন্দর উন্নয়ন সমিতি। তাদের ১৫ দফা দাবিতে। সেখানেই বক্তব্য রাখছিলেন মানিক সরকার।

গণঅবস্থানে উপস্থিত বামকর্মী সমর্থকদের উদ্দেশ্য করে মানিক সরকার বলেন, আগামীদিনে বড় ধরনের আন্দোলনের জন্য প্রস্তুত হতে। শুধু আগরতলায় সভা সমাবেশ মধ্যে সীমাবদ্ধ না থেকে ত্রিপুরার সমস্ত মহকুমাতে এই ধরনের কর্মসূচী নেবার কথাও বলেন তিনি।

ওরিয়েন্ট চৌমুহনীতে বক্তব্য রাখেন, পবিত্র কর, বিধায়ক সুধন দাস, রতন ভৌমিক।

ছবিঃ অভিজিৎ

আগরতলা, ত্রিপুরা