প্ৰথম খবর

ত্রিপুরায়ও হর্নবিল ফেস্টিভ্যাল

By Master

February 08, 2020

হর্নবিল একটি পাখি। তার নাম ডেকেই একটি উৎসব। বহুদিন ধরে নাগাল্যান্ডে হয়ে আসছে। ত্রিপুরায় একই নামে একটি উৎসব রাজ্য সরকার এবছর চালু করল।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বড়মুড়া ইকোপার্কে হর্নবিল ফেস্টিভ্যালের উদ্বোধন করেছেন সকালে, সাথে পর্যটকদের জন্য কটেজ, এবং হর্নবিল ভিউ পয়েন্ট।

উত্তরপূর্ব ভারতের নাগাল্যান্ডে প্রতি বছর ডিসেম্বর মাসে হয় হর্নবিল ফেস্টিভ্যা্ল।

“আমরা উত্তরপূর্বের লোকজন একে অন্যের উৎসব-অনুষ্ঠান গ্রহণ করব। শুধু নাগাল্যান্ডের মানুষই কেন শুধু হর্নবিল উৎসব করবেন! আমরা এখানে হর্নবিল ফেস্টিভ্যাল করলে ত্রিপুরার প্রতি, ত্রিপুরার মানুষের প্রতি তারা আকৃষ্ট হবেন,” “হর্নবিলের আট/দশটি পরিবার বড়মুড়ায় আছে। সেই সঙ্গে বড়মুরার দারুন প্রাকৃতিক সৌন্দর্য, নতুন করে তৈরি হয়েছে লগ-হাট, এসব জিনিস পর্যটকদের আকর্ষিত করবে। অনলাইনেও বুকিং করা যাবে। আগরতলার মানুষও উইক এন্ডে এখানে এসে ঘুরে যেতে পারবেন,” বলেছেন মুখ্যমন্ত্রী।

 

 

আগরতলা, ত্রিপুরা