গত চারদিনের দিল্লী দাঙ্গায় মৃতের সংখ্যা এখন পর্যন্ত ৩৪ ।
নিহত পরিবারের লোকজন দেহ পাচ্ছেন না ।
হাসপাতালে নিয়ে যাবার পর ময়না তদন্তে দেরী হচ্ছে ।
অযথা ঝামেলা করছে পুলিশ । অনেকক্ষেত্রে যেখানে মৃতদেহ পড়ে ছিল , সেখান থেকে আনতেও বাধা দিয়েছে দাঙ্গাবাজরা ।
পুলিশি সাহায্য চেয়েও পাওয়া যায় নি ।
এখনও সব মৃতদেহ পরিবারের হাতে পৌঁছায় নি ।
এই অভিযোগ গুলিকে সামনে রেখেই দিল্লী হাই কোর্টের শরণাপন্ন হয়েছেন আইনজীবী মেহমুদ পরাচা ।
হাইকোর্টের মুখ্য বিচারপতি ডি এন প্যাটেল’র বেঞ্চ এই আবেদনের ওপর আগামিকাল শুনানি গ্রহণ করবেন ।