বিয়েয় নিমন্ত্রণ খেয়ে বেরনোর পর আর তাকে দেখা যায়নি, দেহ পাওয়া গেছে সকালে। ত্রিপুরার উত্তর জেলার মাছমারাতে এই ঘটনা।
কাঠ ব্যবসায়ী ধনগোপাল সাহা ৫ ফেব্রুয়ারি রাত থেকে নিখোঁজ ছিলন। এই ব্যবসায়ী। দেহ পাওয়া গেছে দেওছড়ার পাশে। মাটিতে চাপা দেয়া।
সামাজিক অনুষ্ঠানে গিয়েছিলেন ধনগোপাল। রাতে আর বাড়ি ফেরেননি। জানানো হয়েছিল পুলিশকেও। তার স্কুটার এবং জামা পাওয়া যায় বাড়ির কাছে।
পুলিস সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ গ্রেপ্তার হয়েছেন দুজন, পাশের বাড়ির সঞ্জিত মজুমদার এবং আকাশ দাস। তাদের থেকেই জানা গেছে দেহ কোথায় চাপা দেয়া ।
খুনের কারণ তদন্তের কারণে জানাবেন না, বলেছেন ভানুপদ চক্রবর্তী, কিন্তু তদন্তের সমাধা হয়ে গেছে, দাবি পুলিস সুপারের।
ধনগোপাল সাহা কাঠের লগ ব্যবসায়ী ছিলেন। একটা সময়ে এলাকায় সিপিআই(এম) নেতা ছিলেন। ছিলেন অঞ্চল কমিটির সদস্যও।