প্ৰথম খবর

পুলওয়ামা , কে দায়ি : রাহুল গান্ধী

By Grand Master

February 14, 2020

গত বছর আজকের দিনেই ঘটেছিল পুলওয়ামা বিস্ফোরণ। সিআরপিএফ’র কনভয়ে, কাশ্মীরে আত্মঘাতী বোমা হামলায় শহীদ হয়েছিলেন ৪০ জন জওয়ান ।

সেই ঘটনাকে সামনে এনে কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রশ্ন ছুঁড়ে দিলেন।

শহীদদের স্মরণ করে তার সরাসরি প্রশ্ন সবথেকে লাভবান কে হয়েছে এই ঘটনা থেকে ? তদন্তের নিট ফল কী ? কেন্দ্রের বিজেপি সরকারের কেউ কি দায়িত্ব এড়াতে পারবেন নিরাপত্তার গাফিলতির জন্য ?

গত বছর এইদিনে ৭৮ টি বাসে করে সিআরপিএফ’র প্রায় ২৫০০ জন জওয়ান যাচ্ছিলেন।জম্মু শ্রীনগর জাতীয় সড়ক ধরে যাচ্ছিল বাসগুলো । বিস্ফোরক ভর্তি একটি গাড়ি কনভয়ে ঢুকে পড়ে। বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা।সুসাইড বোম্বার মারা যায় । শহীদ হন ৪০ জন জওয়ান। এই ঘটনায় জইশ ই মহম্মদের হাত ছিল ।

আদালতের মাধ্যমে তো বটেই সিআরপিএফ’র আভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেওয়া হয়। তদন্ত আদৌ শেষ হয়েছে কিনা এনিয়ে এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকার কোনও তথ্য জানায় নি।

রাহুল গান্ধী ওই ঘটনা নিযে তার ট্যুইটারে নিজের মতামত জানান।

বিজেপি’র আই টি সেলের প্রধান অমিত মালভ্য পাল্টা প্রশ্ন তুলেছেন রাহুলের উদ্দেশ্যে ।

‘আপনি কি বলতে চাইছেন এই ঘটনায় পসকিস্তানের কোনও হাত নেই ? পাকিস্তানকে ক্লিনচিট দিতে আগ্রহী কেন আপনি ? আপনি বালাকোট ভুলে গেছেন মি: গান্ধী’?