পূর্ণ রাজ্য হওয়ার পর ম্যালেরিয়াতে মৃত্যু হার ত্রিপুরায় এত কম আর হয়নি, দাবি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর। একজন মারা গেছেন এ বছর।
আগরতলায় একটি রক্তদান শিবিরে বলছিলেন। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ত্রিপুরার মত রক্তদান অন্য কোথাও হয় না বলেও মনে করেন। রক্তদাতাদের প্রশংসা করেছেন।
ত্রিপুরায় রক্তদান উৎসবের চেহারা নিয়েছে। তবে এখন রক্তের সঙ্কট হচ্ছে মাঝে মাঝেই। আগের তুলনায় শিবির কমে যাওয়াই মূল কারণ বলে মত দিয়েছেন বহুদিন ধরে এই কাজে যুক্তরাই।