ছোট্ট ছেলে ইমরান । ভারতীয়।দিল্লীর মুস্তাফাবাদে ওদের বাড়ি। পুরো পাড়াই গত কয়েকদিনের হিংসার আগুনে জ্বলছে।
ইমরানদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। ঘরের সব কিছু আগে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। এরপর ঘর ভাঙা হয়।
ইমরানরা সবাই পালিয়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছিল।
স্কুলে পড়ে ইমরান। স্কুল বন্ধ । সকালে ধ্বংসাবশেষে খুঁজতে এসেছিল যদি বই , খাতা কিছু পাওয়া যায়।