প্ৰথম খবর

বই বেচিয়েরা ধর্মঘটে যাচ্ছেন ত্রিপুরায়

By thepongkor

February 25, 2020

বই বেচেন যারা ,  তারাও ধর্মঘটে যাচ্ছেন। ১১ মার্চ চব্বিশ ঘন্টার বনধ্‌ ।

ত্রিপুরায় হচ্ছে এটা। দ্য অল ত্রিপুরা বুক সেলার্স এণ্ড পাবলিসার্স এসোসিয়েসন এই ধর্মঘটের ডাক দিয়েছে, এবং এটা অভূতপূর্ব ।

ত্রিপুরায় এখন কান পাতলেই ‘ব্যবসা ভাল না’ এই কথা শোনা যায়, সাধারণ টঙ দোকানি থেকে ঠিকেদার পর্যন্ত।

সরকার বার বার দাবি করছে, টাকার অভাব নেই। মডেল রাজ্য গড়া হচ্ছে। তবে কর্মচারীরা যেমন ডিএ , ইত্যাদি পাচ্ছেন না, ঠিকেদারদের বিল আটকে আছে। বিরোধীরা অভিযোগ করছেন, গ্রাম-পাহাড়ে ব্যাপক অভাব।

বই বিক্রেতারাও ব্যবসায় মার খাচ্ছেন সরকারের জন্য, মোটামুটি এই অভিযোগ তুলেই বিভিন্ন দাবি নিয়ে ধর্মঘট ডেকেছেন। সরাকারই তাদের আন্দোলনে যেতে বাধ্য করেছে, স্পষ্টই বলেছে সংগঠনটি।