একসাথে দাঁড়িয়ে থাকা তিনটি বাস জ্বলছে। ছড়িয়ে পড়ছে আগুন। জ্বলতে শুরু করেছে আরও দুটো বাস।
ঘটনা গতকাল রাতের।
ত্রিপুরার রাজধানী আগরতলা শহর থেকে ৫০ কিলোমিটার দূরে গোমতী জেলার উদয়পুর মহকুমার রাজারবাগ বাস ডিপোর ঘটনা। তখন রাত প্রায় সাড়ে দশটা।
বাস ডিপোতে তখন মানুষজন নেই বললেই চলে। কেউই বলতে পারছেন না কিভাবে আগুন লাগলো।
বাতাসে কাঁচা তেলের গন্ধ। সন্দেহ প্রকাশ করেছেন অনেকে , নাশকতামূলক হতে পারে।
উদয়পুর ফায়ার সার্ভিস স্টেশনে খবর যায় প্রায় ১০টা ৫৫ মিনিটে।
তিনটি ফায়ার ইঞ্জিন যখন রাজারবাগ এসে পৌঁছায় তখন পাঁচটি বাস জ্বলছে।
খবর পাঠানো হয় কাকড়াবন ও কিল্লা ফায়ার সার্ভিস ষ্টেশনেও। সেখান থেকেও আসে ফায়ার ইঞ্জিন।
তিনটি বাস সম্পুর্ন পুড়ে যায়। বাকি দুটোর ক্ষতি ৮০% এরও বেশী।