খেলা ও কথা

বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে বাংলাদেশ

By Grand Master

February 07, 2020

এই প্রথমবার বাংলাদেশ ক্রিকেট দল কোন বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে উঠলো।

বড়রা যা কোনদিন করতে পারেনি বাংলাদেশের উনিশ বছরের কম বয়সীদের ক্রিকেট দল আইসিসি বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে উঠে তাই করে দেখালো। ফাইনালে তাদের প্রতিদ্বন্দ্বী ভারত।

গতকাল দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ছয় উইকেটে হারায় ।

এই টুর্ণামেন্টে বাংলাদেশ কোনভাবেই ফেভারিটদের তালিকায় ছিল না। অনেক হিসাব বদলে দিয়ে বাংলাদেশ ফাইনালে উঠলো।

টসে জিতে বাংলাদেশে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। নিউজিল্যান্ড বাংলাদেশকে জয়ের জন্য ২১২ রানের লক্ষমাত্রা দেয় ।

ব্যাট করতে নেমে ইনিংসের আরো ৩৫ টি বল বাকি থাকতেই মাত্র ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়।

বাংলাদেশ ইনিংসের প্রথম ১০ ওভারের মধ্যেই দুইজন ওপেনার সাজঘরে ফেরত যান। পরিস্থিতি সামাল দেন হৃদয় ও মাহমুদুল।

মাহমুদুল করেন ১২৭ বলে ১00 রান। তবে মাথা ঠান্ডা রেখে আউট না হয়ে দলকে শেষ পর্যন্ত জয় এনে দেন শাহাদাত। তিনি করেছেন অপরাজিত ৪০ রান।