মিজোরামে এইডস আক্রান্ত ব্যক্তি এবং এইচ আই ভি সংক্রমণের হার ক্রমশ বাড়ছে।
রাজ্যের অন্যতম স্বাস্থ্য সমস্যার আকার নিচ্ছে এইডস।
চিন্তা প্রকাশ করেছেন রাজ্যপালও। ডোনারও।
উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন পর্ষদের (ডোনার) সচিব ইন্দর জিৎ সিং মিজোরাম সফরে আছেন। মায়ানমার ও বাংলাদেশের সাথে সীমান্ত ঘেরা এই রাজ্যের সরকারের উচিত এইডস নিয়ন্ত্রণে উপযুক্ত ব্যবস্থা নেওয়া। অভিমত ডোনার সচিবের।
মিজোরামের সবথেকে প্রভাবশালী সংস্থা ইয়ং মিজো এসোসিয়েশন। এই সংস্থাও , রাজ্যের স্বাস্থ্য সমস্যা এইডস নিয়ে চিন্তিত।
সংস্থা মনে করে সরকার এবং বিভিন্ন এনজিও’র যুদ্ধকালীন তৎপরতায় কাজ করা উচিত। নাহলে এই রাজ্যে এইডসের প্রকোপ কমানো যাবে না । এসোসিয়েশন এই বিষয় নিয়ে রাজ্যের রাজ্যপালের সাথেও দেখা করেছে।
এসোসিয়েশনের সভাপতি আই এ এন এস’কে জানিয়েছেন, মিজোরামের মোট জনসখ্যার ২.০৪% মানুষ এইডস আক্রান্ত। সংখ্যা আরো বেশি হতে পারে।
এসোসিয়েশন রাজ্যপালকে জানিয়েছে যে মায়ানমার থেকে সহজেই ড্রাগস মিজোরাম ঢুকছে। এইডস সংক্রমণ বাড়ার অন্যতম কারণ অত্যধিক হারে ড্রাগস ব্যবহার। রাজ্য সরকারের এই বিষয়ে আরও গুরুত্ব দেওয়া উচিত ।
মায়ানমারের সাথে মিজোরাম সীমান্তে ৪০৪ কিলোমিটার কোনো সীমান্ত বেড়া নেই। বাংলাদেশেও সাথে ৩১৮ কিলোমিটার সীমান্তে নেই কোনো বেড়া। মায়ানমারের সাথে সীমান্ত সুরক্ষার দায়িত্বে আছে আসাম রাইফরলস।