উমাকান্ত মাঠে লাকি শ্রীবাস্তব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন সাংসদ প্রতিমা ভৌমিক। ওএনজিসি আয়োজিত এবার এই টুর্নামেন্ট পরল ২৩-তম বছরে।
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের অনুমোদন প্রাপ্ত ত্রিপুরার এই টুর্নামেন্ট। এবার ১২ দল অংশ নিয়েছে প্রতিযোগিতায়। ত্রিপুরা ছাড়াও দল এসেছে, আসাম, মনিপুর, মিজোরাম, সিকিম এবং পশ্চিমবঙ্গ থেকে।
উদ্বোধনী ম্যাচে সিকিমের শেয়ার এফ সি ক্লাব ট্রাইব্রেকারে ৫-৩ গোলে হারায় ত্রিপুরার জম্পুইজলা একাদশকে।
জাস্টিন লাকি এবং এসকে শ্রীবাস্তব ছিলেন ওএনজিসি’র দুই ইঞ্জিনীয়ার। ১৯৯২ সালে ত্রিপুরাতে সন্ত্রাসবাদীদের গুলিতে নিহত হন দুজন। তাদের দুজনের স্মৃতিতেই ওএনজিসি এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে আসছে।
উমাকান্ত মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন ওএনজিসি-র ত্রিপুরা এসেট ম্যানেজার ওপি সিং।
আগরতলা, ত্রিপুরা