প্ৰথম খবর

সবচেয়ে বড় শিক্ষক ‘মা’ – ত্রিপুরার শিক্ষা মন্ত্রী

By Grand Master

February 07, 2020

আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আজ মলয়নগরের মডার্ন হায়ার সেকেন্ডারি স্কুলের বর্ষপূর্তি অনুষ্ঠান আয়োজিত হয় ।অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।

তিনি বলেন শিক্ষার্থীদের কাছে সবথেকে বড় শিক্ষা প্রতিষ্ঠান হল তাদের বাড়ি এবং তাদের বড় শিক্ষক হচ্ছেন ‘মা’। তিনি বলেন ছাত্র-ছাত্রীদের কাছে স্কুল জীবনে হচ্ছে গুরুত্বপূর্ণ সময় ।

শিক্ষা মানে শুধু ডিগ্রী নয় । পড়াশোনার চাপ দিয়ে শিক্ষার্থীদের মনকে ভারাক্রান্ত করে দেওয়া আমাদের উচিত নয় ।

সমাজের উচিত ছাত্র-ছাত্রীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা ।এটা মানতেই হব্‌ যেকোনও দেশের ভবিষ্যৎ যুব সমাজের উপর নির্ভরশীল । সমাজ দেশ ও পৃথিবীর বর্তমান পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল থাকতে পরামর্শ তিনি পরামর্শ দিয়েছেন ।রাজ্যের বর্তমান বিজেপি সরকার ত্রিপুরাকে সারা ভারতের মধ্যে একটি বিশেষ পর্যায়ে নিয়ে যেতে বদ্ধপরিকর । এর জন্য দরকার গুণগত শিক্ষা ব্যবস্থা ।

তিনি দাবি করেছেন, রাজ্য সরকার শিক্ষা ক্ষেত্রে একাধিক নতুন পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে সেই লক্ষ্যে প্রথম দিন থেকে কাজ করে চলছে । রাজ্যের সার্বিক উন্নয়নে গুণগত শিক্ষা , স্বাস্থ্য্‌ , যোগাযোগ , পুষ্টি সহ বিশেষ করে সতেরটি বিভিন্ন বিষয়ে জোর দেয়া হয়েছে ।