আসামের বিভিন্ন ডিটেনশন সেন্টারে বর্তমানে ১৩৮১ জন ব্যক্তি আছেন। গতকাল সংসদে স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্র মন্ত্রী নিত্যানন্দ রাই এই তথ্য জানান।
এক লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান গত তিন বছরে , ২০১৯ সালের নভেম্বর মাস পর্যন্ত আসাম সরকার ১২১০৭ টি মামলা ফরেনার্স ট্রাইবুন্যালের কাছে হস্তান্তর করেছে। ট্রাইবুন্যালের বিচারে বিদেশী চিহ্নিত হবার পর বিভিন্ন ডিটেনশন সেন্টারে যতজন ব্যক্তিকে পাঠানো হয়েছে , এদের সংখ্যা এইরকম : গোয়ালপাড়া – ২০৯ জন , কোকড়াঝাড় – ১০৫ জন ,শিলচর – ৭৯ জন , তেজপুর – ৬৬১ জন জোড়হাট – ২৮৬ জন , ডিব্রুগড় – ৪১ জন । মোট – ১৩৮১ জন ।