প্ৰথম খবর

হাসপাতালেই খাবার নিরাপদ নয় !

By Master

February 28, 2020

ত্রিপুরার সবচেয়ে বড় হাসপাতাল রাজধানী  আগরতলার জিবিপি হাসপাতাল। সরকারী ঘরেই এখানে চলে অনুমোদিত ক্যান্টিন। সেই ক্যান্টিনেই খাবার নিরাপদ নয়। মহকুমা শাসক তল্লাশি চালিয়ে বন্ধ করে দিয়েছেন। ফুড সেফটি দেখা যাদের দায়িত্ব, তারাও স্বাস্থ্য দফতরের। নিয়মিত কাজটি নিয়মিত হচ্ছে না, মহকুমা প্রশাসনের তল্লাশি বার বার দেখিয়ে দিচ্ছে। দিন কয়েক আগে আগরতলার শহর কেন্দ্রে বেশ কয়েকটি হোটেলে, রেস্তরাঁয়  এই মহকুমা শাসক হানা দিয়েছিলেন।চোখ ছানাবড়া হবার জোগার। সেসব জায়গা থেকে নেয়া খাবারের নমুয়া পরীক্ষায় ফল এসেছে, ‘আনসেফ’,  নিরাপদ ছিল না সেসব খাবার, এসডিএম অসীম সাহা গতকালই জানিয়েছেন। হাসপাতালেই খাবার ‘উপযুক্ত’ নয়,দোকান বন্ধ হচ্ছে,নিয়মিত নজরদারি করার যাদের দায়িত্বে,  তাদের বিরুদ্ধে কিছু হচ্ছে কিনা, জানা যায়নি। অসীম সাহা,  গতকাল এও বলেছিলেন,  স্বাস্থ্য দফতর কিংবা দূষণ নিয়ন্ত্রণ কতৃপক্ষের কাজ যথেষ্ট নয়।