নিউজিল্যান্ড প্রতিজ্ঞা করে আজ মাঠে নেমেছিল যে কোন পরিস্থিতিতেই জয়ী হবো না। ভারতের করা কুড়ি ওভারে ১৬৩ রান টপকে যেতে ব্যর্থ হল নিউজিল্যান্ড। ফলাফল এটাই পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ড হোয়াইট ওয়াশ। ভারতের ইনিংসে ভাল রান করেছেন রোহিত শর্মা ( ৪১ বলে ৬০) এবং শ্রেয়স আয়ার (৩১ বলে ৩৩) । জয়ের জন্য দরকার ওভার প্রতি আট রানের একটু বেশী। দলে ছিলেন না বিরাট কোহলি । ইনিংসের সূচনা করেন সঞ্জু স্যামসন এবং রোহিত। পাঁচ বলে দুই রান করে সঞ্জু আবারও ব্যর্থ। ১৬৩ রানকে ডিফেন্ড করার জন্য খুব ভাল বোলিং করার দরকার ছিল । নয় ওভার পর্যন্ত ভারত দারুন ভাবেই ম্যাচে ছিল। নিউজিল্যান্ড নয় ওভার শেষে তিন উইকেট হারিয়ে করেছিল ৬৪ রান। দশম ওভারে সারা মাঠে একটি ছোট্ট ঝড় বইয়ে দিলেন । সেইফার্ট এবং রস টেইলর দশম ওভারে নিলেন ৩৪ রান । বোলার শিভম দুবে। দশ ওভার শেষে নিউজিল্যান্ড ৯২। বাকি দশ ওভারে জয়ের জন্য দরকার আর মাত্র ৭২ রান , হাতে আছে সাতটি উইকেট। এই অবস্থা থেকে ম্যাচে হারতে হলে অনেক খারাপ খেলতে হয় আর সেটাই করে দেখিয়েছে নিউজিল্যান্ড। এক সময়ে জয়ের জন্য দরকার ছিল ১৬ বলে ৩৪ রান । রস টেইলর এবং সেইফার্ট দুজনকেই ফিরিয়ে দেন নভদ্বীপ সাইনি। পুরো ম্যাচে ২৩ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। অসাধারণ বল করেছেন বুমরাহও। চার ওভারে একটি ম্যাডেন , বার রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। ওয়াশিংটন সুন্দর কুড়ি রান দিয়ে নিয়েছেন একটি উইকেট। ৩৮ রান দিয়ে দুইটি উইকেট নিয়েছেন শার্দুল ঠাকুর। দশম ওভারের পর থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। আবার প্রমাণিত হল নিউজিল্যান্ডের এই দল ম্যাচের চাপ নিতে সম্পুর্ন ভাবেই ব্যর্থ । ভারতের এই দলকে সেকেন্ড চয়েস ইলেভেন বলাই যেতে পারে।ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ২১ রান। ইশ সোধি , শার্দুলকে দুইবার মাঠের বাইরে উড়িয়ে দিয়েও ম্যাচ বের করতে পারেন নি। ম্যাচের সেরা হয়েছেন জসপ্রীত বুমরাহ। সিরিজের সেরা কে এল রাহুল। এই প্রথম ভারত কোন দলের বিরুদ্ধে সেই দেশের মাঠে টি টোয়েন্টি সিরিজে ৫-0 ব্যবধানে সিরিজ জয় করলো।