প্ৰথম খবর

দিল্লীর উন্নতিতে কাজ করতে চাই , প্রধানমন্ত্রীকে কেজরিওয়াল

By Grand Master

February 11, 2020

অভিন্দনের বন্যায় ভাসছে আপ। অবশ্যই অরবিন্দ কেজরিওয়াল ও।

প্রধানমন্ত্রীর অভিনন্দনের প্রত্যুত্তরে আগামীদিনে কেন্দ্রীয় সরকারের সাথে ঘনিষ্ট ভাবে দিল্লির উন্নতিতে কাজ করার ইচ্ছে প্রকাশ করলেন কেজরিওয়াল।

কেন্দ্রের শাসক দল কোন কসুর বাদ রাখেনি আপকে হারানোর জন্য।

নির্বাচনে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও কোনো প্রভাবই ভোটারদের মধ্যে তৈরি করতে পারে নি।

গতবারও কংগ্রেস কোন আসন জিততে পারে না। এবারও গত বিধানসভার ফলাফল ধরে রেখেছে কংগ্রেস। ঝুলিতে কোন আসন আসে নি।

এক্সিট পোলে অধিকাংশ সংস্থাই কংগ্রেসের এরকম ফলাফলের আভাস দিয়েছিল।

আজ সকাল আটটায় গণনা শুরু হবার দুই ঘন্টার মধ্যেই বোঝা যায় তৃতীয়বারের মত আপ সুনামি হতে যাচ্ছে।

সন্ধ্যে ছয়টা বেজে একচল্লিশ মিনিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ট্যুইটার হ্যান্ডেল থেকে আপকে শুভেচ্ছা জানালেন।

ঠিক দশ মিনিটের মধ্যেই অরবিন্দ কেজরিওয়াল নিজের ট্যুইটার হ্যান্ডেল তথেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

আগামী দিনে বিশ্বমানের দিল্লী নির্মাণে কেন্দ্র সরকারের সাথে ঘনিষ্ঠ ভাবে কাজ করার ইচ্ছে প্রকাশ করেন।

উল্লেখ্য ৭০ আসনের দিল্লী বিধানসভায় গত বিধানসভা নির্বাচনে আপ ৬৭ টি আসন জিতেছিল।

নির্বাচন কমিশনের তথ্য মোতাবেক এখন পর্যন্ত ৬২ টি আসনে আপ জয় সুনিশ্চিত করে নিয়েছে। ৫২ টি আসনে জয়ী হয়ে গেছে এবং ১০ টি আসনে এগিয়ে আছে।

বিজেপির প্রাপ্তি গতবার থেকে ৫ টি আসন বেশি , ৮টি।