বিজ্ঞানকর্মী দম্পতি দুলাল ঘোষ ও সোমা দাস’র বাড়ি চুরমার করে দিয়েছিল কিছু যুবক। রবিবারের ঘটনা, ত্রিপুরার কমলপুরে। আক্রান্ত হয়েছেন পরিবারের মানুষ, তারা বাড়িতে ছিলেন না।
সেদিনই তার নামে থানায় মামলা হয়েছিল। কমলপুর বিজেপি মণ্ডল সভাপতি শ্যামল পাল অভিযোগ করেছেন, ‘গীতা’ নিয়ে কটূক্তি করেছেন দুলাল। সন্ধ্যায় বিশ্ব হিন্দু পরিষদ বিজ্ঞানকর্মীর শাস্তি চেয়ে মিছিল করেছে।
রাজধানী আগরতলায় সন্ধ্যায় যুক্তিবাদীরা জড়ো হয়ে দুলাল ঘোষের বাড়িতে আক্রমণের নিন্দা করে দুস্কৃতিদের শাস্তির দাবি জানিয়েছেন। যুক্তিবাদ চর্চার যুক্তি ব্যাখ্যা দিয়েছেন। ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেসন’র প্রধান, উকিল পুরুষোত্তম রায় বর্মন ছিলেন বক্তাদের মধ্যে।
বিজ্ঞানকর্মীর বাড়ি আক্রান্ত, তারই শাস্তি চাইল ভিএইচপি
________________________________________________________________________________________________