ত্রিপুরার প্রাক্তন মুখ্যসচিব গ্রেফতার

ত্রিপুরার প্রাক্তন মুখ্যসচিব গ্রেফতার

 

যে পূর্ত মামলায় গ্রেফতার হয়েছিলেন প্রাক্তনমন্ত্রী বাদল চৌধুরী, সেই মামলাতেই সকালে গ্রেফতার হলেন প্রাক্তন মুখ্য সচিব যশপাল সিং, উত্তরপ্রদেশে।

গাজিয়াবাদে  ইন্দিরাপুরম আইআরএস অ্যাপার্টমেন্ট থেকে তাকে নিয়ে যাওয়া হয় ইন্দিরাপুরম থানায়। সেখানে ত্রিপুরা পুলিশ তাকে সনাক্ত করে, এবং গ্রেফতার হন যশপাল।  এখন রাখা হয়েছে কবি নগর থানায়। আগরতলায় আনার জন্য আগামীকাল ট্রানজিট রিমান্ড চেয়ে গাজিয়াবাদের আদালতে তোলা হবে, বলেছেন মামলাটির তদন্তকারী অফিসার অজয় দাস। ত্রিপুরা থেকে তিনি ছুটে গেছেন উত্তরপ্রদেশে।

গত বছর ১৩ অক্টোবর ত্রিপুরা সরকার পূর্ত দপ্তরের কাজে অনিয়মের অভিযোগ এনে মামলা দায়ের করে তিনজনের বিরুদ্ধে। ২০০৮-০৯ সালে ত্রিপুরার পূর্তমন্ত্রীর দায়িত্বে থাকা বালদ চৌধুরী, সে সময় দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি যশপাল সিং এবং দপ্তরের চীফ ইঞ্জিনীয়ার সুনীল ভৌমিক। ১৩ অক্টোবর রাতে গ্রেপ্তার হন সুনীল ভৌমিক, ২১ অক্টোবর গ্রেপ্তার হন বাদল চৌধুরী। ৮০ দিনের বেশি সময় কখনও পুলিস এবং কখনও বিচার বিভাগীয় হেফাজতে ছিলেন দুজন। দু’জনেই এখন জামিনে মুক্ত।

সুনীল ভৌমিককে একরাতেই গ্রেফতার করে নিলেও, বাদল চৌধুরীর গ্রেফতার নিয়ে পুলিশ  নজিরবিহীন অপারেশন চালিয়েছিল।বাদল চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে, পুলিশ শেষে তাকে গ্রেফতার করতে পেরেছিল। বাদল চৌধুরীকে খোঁজাখুঁজির সময়ে একজন আইপিএস অফিসারসহ বেশ কয়েকজন পুলিশকর্মী সাস্পেন্ড হয়েছেন, কাউকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে।

যশপাল সিং ত্রিপুরায় চাকরি করতে এসেছিলেন, অবসরে গিয়ে ফিরে যান। তাকে গ্রেফতারের জন্য আগেও পুলিশ রাজ্যের বাইরে গিয়েছিল, তবে সুবিধা করতে পারেনি। যশপাল আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন, পাননি।এক সময় ত্রিপুরার মুখ্য সচিবও হয়েছিলেন।

বাদল চৌধুরী এখন ত্রিপুরা উপ বিরোধী দলনেতা।

 

আগরতলা, ত্রিপুরা

COMMENTS