প্ৰথম খবর

অনভিপ্রেত !

By Master

March 04, 2020

আগরতলার শাসক বিজেপি’র দুই বিধায়কের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ব্যবহার করার অভিযোগ উঠল আগরতলা পুর নিগমের কমিশনার ডাঃ শৈলেশ যাদবের বিরুদ্ধে।

মহারাজগঞ্জ বাজারে কিছু ব্যবসায়ীকে উচ্ছেদের নোটিশ দেয়া দিয়েছে পুরনিগম। মামলাও চলছে। ব্যবসায়ীদের বক্তব্য ও আরও অন্যান্য ইস্যু নিয়ে আগরতলা পুর নিগমের মেয়র প্রফুল্লজিত সিনহার কাছে ডেপুটেশন দিতে যান বিজেপি বিধায়ক আশিস সাহা এবং রামপ্রসাদ পাল। মেয়রের সাথে  ছিলেন কমিশনার শৈলেশ যাদব।আধিকারিকদের থাকার জন্য অনুরোধ করেছিলেন ডেপুটেসন আসা প্রতিনিধিরা।  বিধায়কদের সঙ্গে কমিশনারের কথাবার্তা একসময় বেশ উঁচু সুরে পৌঁছায়। গরম হয়ে ওঠে পরিবেশ। বিধায়ক আশিস সাহাকে বলতে শোনা যায়, আপনি কি আমাদের অসন্মান করছেন?

মেয়রের রুম থেকে বেরিয়ে এসে বিধায়ক আশিস সাহা, যথেষ্ট বিরক্তি প্রকাশ করেছেন। বিধানসভায় প্রিভিলেজ মোসন আনবেন বলে মন্তব্য করেছেন। তার অভিযোগ, কমিশনার পুলিশ ডেকে গ্রেফতারের হুমকি দিয়েছেন।

ভিডিও-তে ‘এফআইআর’ কথাটি শোনা গেছে !

মেয়র প্রফুল্লজিত সিনহা বলেছেন, ডেপুটেশনের সময় পরিবেশ হঠাৎ উত্তপ্ত হয়ে পড়েছিল। এই অবস্থা না হলেই ভালো হত। ‘অনভিপ্রেত’ বলেছেন প্রফুল্লজিত। ভিডিও- অভিজিৎ

আগরতলা, ত্রিপুরা